Apan Desh | আপন দেশ

দরবৃদ্ধির শীর্ষে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫১, ৭ আগস্ট ২০২৪

দরবৃদ্ধির শীর্ষে তিন কোম্পানি

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে তিন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো এসিআই ফর্মুলেশনস, আফতাব অটো এবং মুন্নু সিরামিকস।

সূত্র অনুযায়ী, বুধবার (৭ আগস্ট) এসিআই ফর্মুলেশনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৬০ পয়সা। আফতাব অটোর ৩ টাকা ৮০ পয়সা। মুন্নু সিরামিকসের ৭ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পেয়েছে। এতে সমান ১০ শতাংশ শেয়ারদর বাড়ায় দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিগুলো।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, প্রগতি ইন্স্যুরেন্স, এসিআই, আইডিএলসি, একমি ল্যাবরেটরিজ, মীর আখতার এবং লংকাবাংলা ফাইন্যান্স।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়