Apan Desh | আপন দেশ

প্রথম ঘণ্টায় ডিএসই সূচক বাড়ল ২৫ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

প্রথম ঘণ্টায় ডিএসই সূচক বাড়ল ২৫ পয়েন্ট

ছবি সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ২৫ পয়েন্ট সূচক বেড়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৭ পয়েন্ট। লেনদেনের ছাড়িয়েছে ১৯১ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ২৪৩ দশমিক ৪৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ দশমিক ৭৯ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯০টির কোম্পানির শেয়ারের, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি।
 
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।
 
আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়