ফাইল ছবি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৯৫৬টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৬০ লাখ ২৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ২৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। যার শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮৯ লাখ ৪ হাজার। তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।