Apan Desh | আপন দেশ

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৫ ডিসেম্বর ২০২২

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ১৯ শতাংশ। ফলে ডিএসইর দর পতনের তালিকার প্রথম অবস্থানে রয়েছে জুট স্পিনার্স।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪৩ শতাংশ।

দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, জেমিনি সী-ফুড, রিলায়েন্স ইন্সুরেন্স, কে এন্ড কিউ, ওরিয়ন ফার্মা, মনোস্পুল পেপার এবং পদ্মা লাইফ ইন্সুরেন্সের দর কমেছে।

আজ ডিএসই লেনদেনে অংশ নেয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, ৫৮টির দর কমেছে, ২২১টির দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়