Apan Desh | আপন দেশ

আজ ক্রেতাশূন্য ছিল ১৫৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ৬ ডিসেম্বর ২০২২

আজ ক্রেতাশূন্য ছিল ১৫৫ কোম্পানি

প্রতিকী ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৬ডিসেম্বর) ক্রেতাশূন্য হয়ে পড়ে অধিকাংশ কোম্পানি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৫৫ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে যায়। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বীমা খাতের কোম্পানি। এ খাতে ৫৫টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ ব্যাংক খাতের ৩৩টি কোম্পানির মধ্যে ২৪টি  কোম্পানির ক্রেতা ছিল না। বস্ত্র খাতের ১৮টি কোম্পানির ক্রেতা নেই।

এছাড়া ক্রেতাশূন্য ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৫টি, ফার্মা খাতের ১৩টি,প্রকৌশল খাতের ১০টি, আর্থিক ও জ্বালানি খাতের ৯টি, খাদ্য খাতের ৮টি,  ট্যানারি খাতের ৩টি, সিমেন্ট, আইটি ও বিবিধ খাতের ২টি, সিরামিক ও সেবা খাতের ১টি কোম্পানি।

আপন দেশ ডটকম/ এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়