
ফাইল ছবি
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৭টি কোম্পানির ১০ কোটি ৮ লক্ষ ৯২ হাজার ৮৮৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৫২ কোটি ৭৪ লক্ষ ৭৫ হাজার ৯৮৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.২০ পয়েন্ট কমে ৬২৮৬.৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৪৬ পয়েন্ট কমে ২২২৬.২৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৭৫ পয়েন্ট কমে ১৩৬৮.২১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- জেনেক্স ইনফোসিস, বিএসসি, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, ওরিয়ন ইনফিউশন ও জেমিনী সী ফুড।
আপন দেশ ডটকম/ এবি