Apan Desh | আপন দেশ

সপ্তাহের দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ১১ মার্চ ২০২৩

আপডেট: ২২:৪০, ১১ মার্চ ২০২৩

সপ্তাহের দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট এক কোটি ৫৪ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৮ লাখ ৫৪ হাজার টাকা।

মুন্নু অ্যাগ্রো লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ছয় দশমিক শূন্য এক শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১৬ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন চার কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড পাঁচ দশমিক ৮০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এমবি ফার্মা, ফ্যাস ফিন্যান্স, ফারইস্ট ফিন্যান্স, বিকন ফার্মা ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়