Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারের কোম্পানিতে বেড়েছে নারী প্রতিনিধিত্ব 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ১৫ মার্চ ২০২৩

শেয়ারবাজারের কোম্পানিতে বেড়েছে নারী প্রতিনিধিত্ব 

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী প্রতিনিধিত্ব বেড়েছে। গত বছর ১৮ শতাংশ নারী প্রতিনিধিত্ব ছিল। এ বছর ১৯ শতাংশে উন্নীত হয়েছে। যার ছয় শতাংশ স্বতন্ত্র পরিচালক। 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি।

আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় ডিএসই কার্যালয়ে সুইস স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, লিঙ্গ সমতা এবং বৈচিত্র্য নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষায়, সরকারি পরিষেবায় এবং ডিজিটাল প্রযুক্তির দক্ষ ও উৎপাদনশীল ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়