রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে। অনেক স্থানে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বৃষ্টি ঝরছে। একইসঙ্গে বইছে শীতের আবহ। আবহাওয়া অধিদফতর বলেছে, আজ রাজধানীসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দুই দিন পর আগামী সোমবার থেকে শীত বাড়তে পারে।