ঢাকা: নাকাল দেশবাসীকে স্বস্তি দিতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতিতে নাকাল দেশবাসী। তার আগে করনীয় জানতে দেশের অর্থনীতিবিদ, ব্যাংকার ও সাংবাদিকদের সঙ্গে পরামর্শ নিচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রবীণ অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বৈঠক করেছেন। ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্পষ্টই বলছেন, টাকা ছাপিয়ে সরকারকে আর ঋণ না দেওয়া ঠিক হবে না।