আজ বিশ্ব ক্যানসার দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ৪ ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। ক্যানসার একটি মারাত্মক ও ভীতিকর রোগ। সারা বিশ্বে মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ ক্যানসার। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আসুন ক্যানসার সেবায় বৈষম্য দূর করি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, ২০১৮ সালে নয় দশমিক ছয় মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে।