সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিতদের স্বপ্ন বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) । সে স্বপ্নের বিসিএস আলোচনাতেই আসে ‘আবেদ ক্যাডার’ ব্যঙ্গাত্বক শব্দ। গাড়ী চালক আবেদ আলীর দেয়া প্রশ্নপত্র পেয়ে পরীক্ষায় অংশ নিতে হতো। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর ক্যাডারের খোঁজ মিলেছে। ‘উত্তরাধিকার ক্যাডার’। বাবা বিসিএস ক্যাডার তাই পরীক্ষা না দিয়েই হাতের নাগারে বিসিএস ক্যাডার সনদ। ওই ক্যাডারধারীর নাম নাবিলা তাবাসসুম মিকি! মিকির বাবা ১৯৮৪’র প্রশাসন ক্যাডার। আলোচিত মিকি নাম এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পিয়ন-পেয়াদারও মুখেমুখে। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী।