এ বছর এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তবে চিরবৈরি ভারত পাকিস্তানে খেলতে অসম্মতি জানিয়েছে। এতে বিপাকে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাহরাইনে সর্বশেষ সভাতে এই নিয়ে কোনো সমাধান আসেনি। আগামী মাসে আরেকটি সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন এসিসি সংশ্লিষ্টরা।