আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলের অধিনায়ক করা হলো লিটন দাসকে। সাকিব আল হাসান চোট পেয়ে আগেই বাদ পড়েছিলেন। তার জায়গায় নেতৃত্ব দেওয়ার কথা সহ-অধিনায়ক লিটন দাসেরই। মাঝে কিছু আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করা হয়েছে।