অমর একুশে গ্রন্থমেলা-২০২৩-এ প্রকাশিত হয়েছে রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ মায়াপথিক। রৌদ্রছায়া প্রকাশ বইটি বাজারে এনেছে। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রকাশনীটির ৫৬৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া বইয়ের অনলাইন কেনাবেচার স্থল রকমারি, বইফেরী ও বইবাজারে মিলবে মায়াপথিক।