প্রাচীন ইসলামিক লাইব্রেরি বায়াত আল-হিকমাহ্ বা হাউজ অফ উইজডম মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্রগুলোর একটি ছিল। যদিও এটি ১৩ শতকে মঙ্গোলীয়দের আক্রমণে ধ্বংস হয়ে যায়। কিন্তু হারিয়ে যাওয়া ইসলামিক এ লাইব্রেরির অবদান আধুনিক গণিতের ভিত্তি স্থাপনে অপরিসীম। বিশেষ করে আরবি সংখ্যার প্রচলন এবং শূন্য ধারণার বিস্তারে এর বিশাল অবদান ছিল।