Apan Desh | আপন দেশ

বাগেরহাটে চাচিকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ১৮ আগস্ট ২০২৩

আপডেট: ১১:৪৮, ১৮ আগস্ট ২০২৩

বাগেরহাটে চাচিকে নিয়ে ছাত্রলীগ নেতা উধাও

প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষককের স্ত্রীকে নিয়ে এক ছাত্রলীগ নেতা গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি মানজারুল ইসলাম রানা হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির আহ্বায়ক।

রোববার (১৩ আগস্ট ‍) বেলা ১২টার দিকে রানা (২৮) তার প্রতিবেশী মিন্টু শেখের স্ত্রী রনজিদা বেগমকে (৩৫) নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় কৃষক মিন্টু শেখ গত বুধবার বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ছাত্রলীগ নেতা রানার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরকীয়ার কারণে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মানজারুল ইসলাম রানা প্রতিবেশী কৃষক মিন্টু শেখের স্ত্রী চার সন্তানের জননী রনজিদা বেগমকে নিয়ে তিন দিন ধরে লাপাত্তা। 

ওই পরিবারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ৫ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার রাইসা মায়ের র্স্পশে না পেয়ে থেমে থেমে কাদঁছেন। কৃষকের গোটা পরিবার এখন দুশ্চিন্তায়। 

মিন্টু শেখ জানান, ‘বৌলপুর গ্রামের দূর সম্পর্কের চাচাত ভাই মোনজেল হাওলাদারের ছেলে রানা। গত তিন বছর ধরে স্ত্রী রনজিদা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে আমার ৫ লাখ টাকা সুদে লাগিয়ে মুনাফার টাকা রানাসহ স্ত্রী ভাগ করে নেয়। সেই সূত্র ধরে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক আরও গভীর হয়। গত ১৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে আমি বাগেরহাট কোর্টে হাজিরা দিতে গেলে সেই সুযোগে আমার স্ত্রী ছেলেমেয়েদের ঘরে রেখে রানার ঠিক করা মোটরসাইকেলে পালিয়ে যায়। এরপর থেকে সে আর পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করেনি। গত ২৬ জুলাই এনজিও থেকে উঠানো ৫ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে সে রানার সঙ্গে পালিয়ে গেছে।'

এ সম্পর্কে ছাত্রলীগ নেতার পিতা মনজেল হাওলাদার জানান, তার ছেলে রানা তিন দিন ধরে বাড়িতে নেই। তাকে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছে না। কৃষকের স্ত্রীকে নিয়ে গেছে কি না সে বিষয় তিনি কিছুই জানেন না।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ জানান, ঘটনা শুনেছি। কারও ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার সৌদি আরব পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী, দুইজনের মৃত্যু সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আজ শুরু দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস রাঙামাটিতে ইউপিডিএফের অর্ধদিবস অবরোধ চলছে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু