Apan Desh | আপন দেশ

বাল্য বিয়ে, অভিভাবককে ৭০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ১ ডিসেম্বর ২০২৩

বাল্য বিয়ে, অভিভাবককে ৭০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভার বৈচন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থনীয় সূত্র জানায়, ওই এলাকার এক কৃষক তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে পৌরসভার মল্লিকপুর এলাকার এক ছেলের বিয়ে দিচ্ছিলেন। জাল জন্মনিবন্ধন দেখিয়ে বিয়ের সব প্রস্তুতি নেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ওই বিয়ে বন্ধ করে দেন।
এসময় বর ও কনের বাবাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেয়ায় বর ও কনের বাবাকে এ জরিমানা করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়