Apan Desh | আপন দেশ

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪

সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরেই মিয়ানমার সীমান্তের উত্তেজনা তুঙ্গে। বিদ্রোহীদের আক্রমণে নাস্তানাবুদ জান্তা সামরিক বাহিনী। প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ আশ্রয় নিয়েছে ৩২৮ জন বিজিবি। এছাড়াও মিয়ানমারের গুলি, মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ছে। নিহতও হয়েছে দুই জন। ফলে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত ঘেঁষা এলাকায়। 

এমতাবস্থায় সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নৌ-রুটে ভ্রমণ বন্ধ ঘোষণঅ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না। টেকনাফ ইউএনও মো. আদনানা চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সেন্টমার্টিনে নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। অনির্দিষ্ট কালের জন্য এ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। তবে চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন আসা দুটি জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়