Apan Desh | আপন দেশ

ঘাতক ট্রাকের চালক-সহকারি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১৭ এপ্রিল ২০২৪

ঘাতক ট্রাকের চালক-সহকারি গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) ঘটনার পর পরেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চালকের নাম আল আমিন হাওলাদার। তার বাড়ি ঝালকাঠি সদরের নবগ্রামে। আর সহকারী নাজমুল শেখ খুলনা সদরের বাসিন্দা। 

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আল আমিন নিয়মিত চালক ছিলেন না; তিনি বদলি চালক হিসেবে গাড়ি চালাচ্ছিলেন। খুলনা থেকে সিমেন্টের বস্তা নিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন।’

বুধবার দুপুর ২টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে গাবখান ব্রিজের টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

সেখানে ঝালকাঠি শহরমুখী একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এবং বাহনগুলোসহ ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে প্রথমে ১১ জন, পরে বেড়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়