Apan Desh | আপন দেশ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ১১ জুন ২০২৪

আপডেট: ২০:১৯, ১১ জুন ২০২৪

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনাকবলিত সিএনজি। ছবি: সংগৃহীত

চাঁদপুরে বালুবাহী পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি আরও বলেন, একজনের মরদেহ থানায় নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপন দেশ/টিএ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়