
ছবি : আপন দেশ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকালে ডাইলপট্টি এলাকায় এই ঘটনা হয়।
নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। আর আহতরা হলেন রবি দত্ত (৪০), মোহাম্মদ হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক।
আহত শ্রমিকরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ভবনে আগুন ধরে যায়।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস জানায়, ওই ভবনটি বেশ পুরাতন। বিস্ফোরণের পর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আওলাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
আপন দেশ/আরএ