Apan Desh | আপন দেশ

‘দেশের ৭ ব্যাংক মানি লন্ডারিংয়ে জড়িত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪

‘দেশের ৭ ব্যাংক মানি লন্ডারিংয়ে জড়িত’

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয়, মানি লন্ডারিংয়ে সাতটি ব্যাংক জড়িত। জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

দুদক সচিব বলেন, দুদকের অভিযানে বিমান বন্দরে অবৈধভাবে বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়, মানি লন্ডারিংয়ে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, যমুনা ব্যাংকের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে৷

মো. মাহবুব হোসেন বলেন, বিমান বন্দরে প্রবাসীর মুদ্রা অবৈধ চ্যানেলে বিক্রি হওয়ায় প্রতিদিন শত কোটি টাকা হারাচ্ছে সরকার। পাশাপাশি বৈদেশিক মুদ্রার ঘাটতি সৃষ্টি হচ্ছে। 

সন্দেহভাজন ও জড়িত ব্যাংক কর্মকর্তারা কমিশনের নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়