Apan Desh | আপন দেশ

ডাচ বাংলার ১১ কোটি টাকার গাড়ি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ৯ মার্চ ২০২৩

আপডেট: ০৯:০৬, ১০ মার্চ ২০২৩

ডাচ বাংলার ১১ কোটি টাকার গাড়ি ছিনতাই

প্রতীকী ছবি

রাজধানীর তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৯মার্চ) দুপুরে ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য গেলে ছিনতাইকারীদের কবলে পড়ে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা গেছে, একটি সিকিউরিটি কোম্পানীর গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তরা জোন) বদরুল হাসান ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা ১৫ নম্বরের সেক্টরের ১১ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী একাধিক সংস্থা টাকা উদ্ধার এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ