Apan Desh | আপন দেশ

মোবাইলে লেনদেন অপব্যবহার রোধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪

মোবাইলে লেনদেন অপব্যবহার রোধে কর্মশালা

ছবি: আপন দেশ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) অপরাধমূলক লেনদেন প্রতিরোধে কর্মশালা করেছে বিকাশ ও পুলিশ। সম্প্রতি ময়মনসিংহে ইন- সার্ভিস ট্রেনিং সেন্টারে রেঞ্জ পুলিশ, বিকাশের উদ্যোগে দিনব্যাপী কর্মশালাটি হয়।

এতে অংশ নেন রেঞ্জ পুলিশের ৭০ তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্রকে শনাক্ত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কীভাবে তাদেরকে আইনের আওতায় আনা যায় সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) সৈয়দ আবু সায়েম, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফারুক হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার (অপারেশনস্) খোন্দকার নজমুল হাসান। বিকাশের পক্ষে ছিলেন উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. মো. নজিবুর রহমান, ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়