Apan Desh | আপন দেশ

ঈদের আগে প্রবাসী আয়ে ভাটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১ এপ্রিল ২০২৪

ঈদের আগে প্রবাসী আয়ে ভাটা

আপন দেশ। ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি। প্রতিবছর এ সময় রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়ে যায়। কিন্তু এবার চিত্র উল্টো। কমে গেছে রেমিট্যান্স প্রবাহ। চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৯ কো‌টি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। প্রতি ডলার ১১০ টাকা ধরে যার পরিমাণ ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি প্রবাসী আয় ১৬৯ কোটি ১৭ লাখ ডলার। এছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫২ লাখ ৭ হাজার ডলার। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮১ লাখ ১০ হাজার ডলার। 

সাতটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৩ শতাংশ কমে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে প্রবাসী আয়। মার্চে যে রেমিট্যান্স এসেছে তা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ কম। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ।

সাধারণত ঈদকে উপলক্ষ্যে করে রেমিট্যান্স প্রবাহ বাড়ে, কিন্তু এ বছর ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় কমেছে। এর কারণ হিসেবে অবৈধ চ্যানেল বা হুন্ডিকেই দুষছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়