Apan Desh | আপন দেশ

‘বাজারে কোনো খাদ্যপণের দাম বাড়েনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ৯ জুন ২০২৪

‘বাজারে কোনো খাদ্যপণের দাম বাড়েনি’

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বাজেটের পর বাজারে কোনো খাদ্যপণ্যের দাম বাড়েনি। এ নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

রোববার (০৯ জুন) সকালে রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, চাহিদা থাকায় বাজারে মসলার দাম বেড়েছে। তবে অন্যান্য পণ্যের দাম আগের মতোই আছে।

তিনি বলেন, এখনো অসাধু ব্যবসায়ী অনিরাপদ খাদ্য তৈরি করছে। যা খুবই অস্বাস্থ্যকর। এসব নিয়ন্ত্রণে দেশের প্রতিটি জেলায় এখন থেকে মনিটরিং করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়