Apan Desh | আপন দেশ

তেলের দাম বাড়ালো সৌদি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ৬ মার্চ ২০২৩

আপডেট: ২২:৪২, ৬ মার্চ ২০২৩

তেলের দাম বাড়ালো সৌদি

ফাইল ছবি

এশিয়ার বাজারে আরব লাইট ক্রুড তেলের দাম দ্বিতীয় মাসের মতো বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (০৫ মার্চ) রাতে বিশ্বে অপরিশোধিত তেলের শীর্ষ রফতানিকারক দেশটির সরকারি মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। 

অপরদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত বিশ্ববাজারে অপরিশোধিত তেলের রফতানি হ্রাস করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এশিয়ার বাজারে আগামী এপ্রিল মাসে প্রতি ব্যারেল তেল ২ দশমিক ৫০ ডলার বেশিতে বিক্রি হবে, যা ওমান বা দুবাইয়ের তেলের দামের চেয়ে বেশি। সৌদি আরবের এই দাম বৃদ্ধি মার্চের বিক্রয় মূল্যের তুলনায় প্রতি ব্যারেলে প্রায় ৫০ সেন্ট বেশি। এর আগে চীনের পাশাপাশি এশিয়ার অন্যান্য দেশে জ্বালানির চাহিদা বৃদ্ধির সাথে সাথে আরব লাইট ক্রুড তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা।

এদিকে আরব লাইট ক্রুড তেলের তুলনায় বেশি সালফারযুক্ত আরব হেভি ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৭৫ সেন্ট বৃদ্ধি করেছে সৌদি। এর ফলে প্রতি ব্যারেল এই তেলের দাম বৃদ্ধি পেয়ে ২ দশমিক ৫ ডলার হয়েছে, যা গত মার্চের তুলনায় বেশি।

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়