
ফাইল ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে টিসিবি সারা দেশে পাঁচটি খাদ্যপণ্য বিক্রি করবে। শুধুমাত্র ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার সুযোগটি পাচ্ছে। টিসিবির সুলভমূল্যে বিক্রি পণ্যগুলো হলো চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেঁজুর।
আজ বুধবার (৮ মার্চ) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার টিসিবির ডিলারদের দোকান ও স্থায়ী স্থাপনা থেকে এসব পণ্য কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেঁজুর কিনতে পারবেন।
তবে খেঁজুর শুধুমাত্র ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।
আপন দেশ/এবি