Apan Desh | আপন দেশ

দেশে রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২০, ২২ জুন ২০২৩

দেশে রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভের ডলার বাড়ল।

বুধবার (২১ ‍জুন) কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য এক বিলিয়ন ডলারে; যা মঙ্গলবার ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।

বুধবার কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদ সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে। চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এর আগে চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন; যা আগের বছরের একই সময়ে ছিল এক দশমিক ১০ বিলিয়ন ডলার।

চলতি বছর ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০.৯৪ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় তিন শতাংশ বেশি।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়