Apan Desh | আপন দেশ

শীতে প্রাথমিকের ক্লাসের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২২ জানুয়ারি ২০২৪

শীতে প্রাথমিকের ক্লাসের সময় পরিবর্তন

ছবি: সংগৃহীত

দেশের বেশির ভাগ এলাকায় জেঁকে বসে শীত। চলমান শৈত্যপ্রবাহের কারণে অসুবিধায় পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে প্রাথমিকের কমলমতি শিশুরা। সাময়িক এই সমস্যার কথা বিবেচনায় নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপাতত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। এই সময়সূচি দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর হবে। 

সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে ক্লাস শুরু হবে; বলবৎ থাকবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এছাড়া তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বহাল থাকবে।

সোমবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>>জাপার অস্তিত্ব হুমকির মুখে, শংকা রওশনের

নির্দেশনায় বলা হয়েছে, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায়, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে। এছাড়া ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।

এদিকে তীব্র শীত ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায়, দেশের বেশকিছু জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাট।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়