Apan Desh | আপন দেশ

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি

বুয়েট শিক্ষার্থীরা চান আইনি লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১ এপ্রিল ২০২৪

বুয়েট শিক্ষার্থীরা চান আইনি লড়াই

ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। তবে তা ছিল কাগুজে-কলমে। গোপনে ক্যাম্পাসে তৎপর ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। সম্প্রতি ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ে উত্তাল হয় বুয়েট। সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ করেন। দাবি তোলেন জড়িতদের বহিষ্কারের।

বুয়েটে রাজনীতি করতে হাইকোর্টে রিট হয়। সর্বোচ্চ আদালত রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতের আদেশ দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় লড়তে উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ আহ্বান করেন তারা। তিন শিক্ষার্থী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। তবে তারা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বুয়েটে সব রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আমরা বুয়েটের শিক্ষার্থীরা দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ সম্মান ও আস্থা রাখি। আমাদের মাননীয় ভিসি স্যারকে এ আর্জি জানাচ্ছি, তিনি যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে আপামর বুয়েট শিক্ষক-শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের যে আকাঙ্ক্ষা, তা সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করেন।’

আরও পড়ুন>> বুয়েট রাজনীতিমুক্তের দাবিতে পরীক্ষা বর্জন

বিচার বিভাগের কাছে সাধারণ শিক্ষার্থীদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা বুয়েট প্রশাসনের কাছে দাবি রাখব, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত বিচার বিভাগে যথাযথভাবে তুলে ধরা হোক। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না থাকার যে দাবি, তার যৌক্তিকতা নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং অটল।’

‘যে ছাত্র রাজনীতি র‌্যাগিং কালচারকে প্রশ্রয় দেয়, ক্ষমতার অপব্যবহারের পথ খুলে দেয়, যার বলি হতে হয় নিরীহ ছাত্রদেরকে, তা আমাদের জন্য ভালো কিছু কখনোই বয়ে আনেনি, আনবেও না। এর চরমতম মূল্য হিসেবে আমরা আমাদের কেমিকৌশল ৯৯ এর সাবেকুন্নাহার সনি আপু, যন্ত্রকৌশল ০৯ এর আরিফ রায়হান দ্বীপ ভাই এবং সর্বশেষ তড়িৎকৌশল ১৭ এর আবরার ফাহাদ ভাইকে হারিয়েছি।’

আরও পড়ুন>> বুয়েটে রাজনীতি চলবে: হাইকোর্ট

সোমবার দুপুরে হাইকোর্টের রায়ের পর বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘কোর্ট যেটা বলবে আমাদের সেটা মানতে হবে। কোর্টের আদেশ শিরোধার্য। আদালত অবমাননা আমরা করতে পারব না।’

অন্যদিকে বুয়েটে ‘আন্দোলনের নামে অচলাবস্থা সৃষ্টি’ করার অভিযোগে ‘শিবির, হিজবুত তাহেরিসহ উগ্র মৌলবাদের সঙ্গে জড়িত’দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বুয়েট ছাত্রলীগের সাবেক নেতারা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়