Apan Desh | আপন দেশ

মধ্যরাতে ছাত্র হলে ‌ছাত্রলীগ নেত্রী

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ৯ মে ২০২৪

আপডেট: ২০:৫১, ৯ মে ২০২৪

মধ্যরাতে ছাত্র হলে ‌ছাত্রলীগ নেত্রী

ছবি: সংগৃহীত

মধ্যরাতে ছাত্র হলের গেস্ট রুমে হাজির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ নেত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে। এমন অভিযোগ উঠেছে যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা সায়মন পুষ্পের বিরুদ্ধে। তিনি লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, বুধবার (৮ মে) সজীবুর রহমানের জন্মদিন ছিল। এ উপলক্ষে রাত ১২টায় ছাত্রদের আবাসিক হল শাহ পরাণের সামনে যান ছাত্রলীগ নেত্রী পুষ্প। পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে হলের ভেতরে গেস্ট রুমে প্রবেশ করেন। সেখানে কেক কেটে সাধারণ সম্পাদকের জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি। পরে সেখান থেকে নিজ হলে ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প জানান, তিনি অপরিচিত কাউকে তার কোনো পারসোনাল তথ্য দিবেন না।

মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে শাহ পরাণ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহা বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ছাত্র হলে প্রবেশের বিষয়টা আমি বেশ পরে জেনেছি। এ বিষয়ে দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, সাবিহা সায়মন পুষ্প প্রায় এক বছর আগে তার একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ হলেও ছাত্রী হলে থেকে যাচ্ছেন তিনি। অথচ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হল ছেড়ে দেয়ার বিধান রয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার সৌদি আরব পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী, দুইজনের মৃত্যু সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আজ শুরু দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস রাঙামাটিতে ইউপিডিএফের অর্ধদিবস অবরোধ চলছে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু