Apan Desh | আপন দেশ

সাত কলেজের ২ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ১৪ মে ২০২৪

সাত কলেজের ২ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট ফল প্রকাশ হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

শিক্ষার্থী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের মাধ্যমে ফলাফল জানতে পারবে। এছাড়াও সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষেও ফলাফল জানতে পারবে।

এর আগে, ১০ ও ১১ মে যথাক্রমে সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৯৫২ জন। 

ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়