Apan Desh | আপন দেশ

শুদ্ধ বাণী ও সুরে ‘কারার ঐ লৌহ-কবাট’ রেকর্ড করবে প্রনস

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৯, ৩ ডিসেম্বর ২০২৩

শুদ্ধ বাণী ও সুরে ‘কারার ঐ লৌহ-কবাট’ রেকর্ড করবে প্রনস

ছবি: আপন দেশ

শুদ্ধ বাণী ও সুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুল আলোচিত ‘কারার ঐ লৌহ-কবাট’ গানটি নতুনভাবে রেকর্ড করবে প্রনস।

সেই উদ্দেশ্যে শনিবার (২ ডিসেম্বর) শিল্পী রেবেকা সুলতানার রাজধানীর বাসভবনে গানটি রিহার্সাল করা হলো। অচিরেই প্রনস পরিবারের শুভানুধ্যায়ী শিল্পীবৃন্দের অংশগ্রহণে ‘কারার ঐ লৌহ-কবাট’ গানের স্টুডিও ভার্সন ভিজুয়ালাইজেশনসহ অবমুক্ত করা হবে।

আরও পড়ুন <> হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রিহার্সাল পরিচালনা করেছেন শিল্পী রেবেকা সুলতানা এবং শিল্পী করিম হাসান খান। অংশ নিয়েছেন শিল্পী পারভীন সুলতানা, শিল্পী বিধু চৌধুরী, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মিনা হুদা এবং শিল্পী মহুয়া বাবর। 

‘কারার ঐ লৌহ-কবাট’ বিতর্কে প্রনস পরিবার বরাবরই সোচ্চার। আগামী বিজয় দিবসের আগেই গানটি তৈরী হবে বলে সমন্বয়ক রফিক সুলায়মান জানান।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়