Apan Desh | আপন দেশ

লাস্যময়ী রূপে ধরা দিলেন দিশা পাটানি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ১৯ মে ২০২৪

লাস্যময়ী রূপে ধরা দিলেন দিশা পাটানি

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী ও খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি। নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এ তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। তার সেই খোলামেলা ছবি ভক্তরাও বেশ পছন্দ করেছেন। 

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় ৬ কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।

আরও পড়ুন>> নিপুণের সঙ্গে খেলতে চায় ডিপজল

সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে ফের একবার নাম জড়িয়েছে দিশার। ‘বাড়ে মিঁয়া ছোটে মিঁয়ার’ প্রোমোশনেও দেখা গেছে তাকে। ফলে এ দুই তারকার প্রেমের গুঞ্জন নতুন করে আবারও ডালপালা মেলেছে। 

উল্লেখ্য, বলিউডে এখন পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। এর মধ্যে ‘এম এস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি, বাঘি ২, এক ভিলেন রিটার্নস’ অন্যতম।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়