Apan Desh | আপন দেশ

শিরিন শিলাকে দেড় লাখ টাকার প্রস্তাব 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১০ জুন ২০২৪

আপডেট: ১৪:২৬, ১০ জুন ২০২৪

শিরিন শিলাকে দেড় লাখ টাকার প্রস্তাব 

ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের বহুল আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।  সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের বাইরেও কোনো এক কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে তার কাছে।

শিরিন শিলা বলেন, ‘আমি একজন শিক্ষিত অভিনেত্রী। আমার অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট। অভিনয়ের পরেও আমি চাইলে চাকরি করতে পারি। কোনো এক কোম্পানি থেকে আমার দেড় লাখ টাকা স্যালারিতে চাকরির অফার রয়েছে।’ 

তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কি না সে বিষয়ে সন্দিহান শিলা। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, চাইলে এখনও চাকরি করতে পারব বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারব। আমি মনে করি, পড়াশোনা আমার আজীবনের ফসল। যেটা মৃত্যুর আগপর্যন্ত বহন করতে পারব।’ 

শিরিন শিলা বলেন, ‘ইদানিং একটা ট্রেন্ড চলছে কে কত বেশি দামি জামা পরতে পারে। কে বেশি দামের ঘড়ি পড়বে। আমি অনেক নায়িকাকে দেখেছি, তারা বলছে- আমার ঘড়ির এতো টাকা দাম, পোশাকের এতো টাকা দাম- তবে আমি মনে করি এসব বলা ঠিক নয়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

প্রসঙ্গত, শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন বিতর্কিত এক ঝনটাকে কেন্দ্র করে। ভক্তের অযুহাতে এক প্রতিবন্ধী ছেলে তাকে আচমকা জড়িয়ে ধরে চুমু খায়। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়। এরপর জানা যায়, সেই ছেলে ইচ্ছেকৃত এমন কাণ্ড ঘটিয়েছেন। 

আপন দেশ/এফএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়