Apan Desh | আপন দেশ

হামাসের দাবি মানলে ৪৮ ঘণ্টায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ৪ মার্চ ২০২৪

হামাসের দাবি মানলে ৪৮ ঘণ্টায় যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে চলছে দখলদার ইসরায়েলি আগ্রাসন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। তার মাঝেই চলছে যুদ্ধবিরতির আলাপ। ইসরায়েল হামাসের সব দাবি মেনে নিচ্ছে না। আর অবস্থান বদলাতে নারাজ হামাসও।

এমন পরিস্থিতিতে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, চলমান আলোচনায় হামাসের দাবি মেনে নিলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত হতে পারে।

কায়রোতে স্পর্শকাতর বিষয়টি নিয়ে পুনঃআলোচনা শুরুর আগে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ইসরায়েল যদি হামাসের দাবি মেনে নেয় যেমন- বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা এবং মানবিক সহায়তা বাড়ানো; তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে একটি (যুদ্ধবিরতি) চুক্তির পথ প্রশস্ত হবে।’

আরও পড়ুন>> কারাগারে হামলা চালিয়ে ৪ হাজার বন্দিকে মুক্তি!

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ঐ ভূখণ্ডের বাসিন্দাদের খাবারের অভাবে মারতে চাইছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এমন অভিযোগ করেছেন।

গাজায় দীর্ঘ প্রায় পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭১ হাজার। সেখানকার হাসপাতাল, আবাসিক ভবন, স্কুলসহ সর্বত্র বোমা ফেলে চলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রয়োজনীয় পানি, খাবার, ওষুধ ও জ্বালানি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার সৌদি আরব পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী, দুইজনের মৃত্যু সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আজ শুরু দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস রাঙামাটিতে ইউপিডিএফের অর্ধদিবস অবরোধ চলছে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু