Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৮ মার্চ ২০২৩

আপডেট: ১০:৪৪, ১৮ মার্চ ২০২৩

অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু 

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের একটি নদীতে হঠাৎ লাখ লাখ মাছের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে।  

নদী কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দাবদাহের প্রভাবে ডার্লিং-বাকা নদীতে এ অবস্থার তৈরি হয়েছে।  

স্থানীয়রা বলছেন এই শহরে একবাবে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়।  

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরো ঘন ঘন, আরো তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়েছে। শিল্প যুগ শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতোমধ্যেই প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সরকারগুলো কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আজ শনিবার (১৮ মার্চ) মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের প্রকল্প নেয়া হয় এবং তা বাস্তবায়ন করা হয়।

আপন দেশ/আরএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়