Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে ঘুষ নেয়া সেই কর্মকর্তার দুই বছরের সাজা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ৮ জানুয়ারি ২০২৪

ভোটকেন্দ্রে ঘুষ নেয়া সেই কর্মকর্তার দুই বছরের সাজা

আইয়ূব আলী

ভোট কেন্দ্রে ঘুষকাণ্ডে হাতেনাতে ধরা সেই সহকারী প্রিজাইডিং অফিসারের ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম আইয়ূব আলী।
রোববার রাতে এ আদেশ দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসিরাজুল ইসলাম। তিনি ওই উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। 
আইয়ূব আলী ইসলামপুরের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

উল্লেখ যে, গত (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণ ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন৷ পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন স্থানীয়রা৷ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।

এবিষয়ে ইসলামপুর ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ভোটগ্রহণ শেষে রোববার রাতে আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়