
ফাইল ছবি
জ্যোতিষ শাস্ত্র মতে এবছর অত্যন্ত পূণ্য সময় পড়েছে জন্মাষ্টমী। আজ ও কাল পালিত হবে জন্মাষ্টমী ব্রত। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করুন কয়েকটি তুলসির উপায়। যা জীবনে সুখ সমৃদ্ধি আনবে।
ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার মনে করা হয়। বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসি। জন্মাষ্টমী তিথিতে তুলসির বিশেষ গুরুত্ব রয়েছে।
শুরুতেই বলে রাখি, এদিন ভুল করেও তুলসি পাতা তুলবেন না। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তুলসি পাতা তুললে, কৃষ্ণ পুজোর ফল বিফলে যেতে পারে।
বলা হয় শ্রীকৃষ্ণের ময়ূরের পালক খুব প্রিয়। তবে শুধু ময়ূরের পালকই নয়, শ্রীকৃষ্ণকে তুলসি গাছ নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। তাই জন্মাষ্টমীতে ছোট্ট একটি টবে তুলসি গাছ লাগিয়ে তা শ্রীকৃষ্ণের সামনে রাখতে পারেন।
জন্মাষ্টমীতে কৃষ্ণ পুজোর পাশাপাশি অবশ্যই তুলসিকে জল অর্পণ করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসিকে জল দিন!
শ্রীকৃষ্ণের ভোগে তুলসি পাতা দিতে ভুলবেন না। বলা হয়, তুলসি পাতা না দিলে গোপালের ভোগ সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই পুজোর ভোগে তুলসি পাতা নিবেদন করবেন। তবে তা তুলে রাখতে হবে আগের দিন।
এদিন, তুলসিকে জল নিবেদনের সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন। যেমন, গোপাল গোবিন্দ, দেবকীনন্দন, দামোদর ইত্যাদি।
(তথ্য দিয়েছেন নিমাইচন্দ্র দাস, কৃষ্ণ সেবাইত, দুর্গাপুর)
আপন দেশ/এবি/ সূত্র: নিউজ এইটিন