Apan Desh | আপন দেশ

‘কাজী নজরুল শ্যামা সঙ্গীতে অহিংস সম্প্রীতির বার্তা দিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৩, ৮ জুন ২০২৪

‘কাজী নজরুল শ্যামা সঙ্গীতে অহিংস সম্প্রীতির বার্তা দিয়েছেন’

ছবি: সংগৃহীত

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে আটজনকে ড. মোহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। গত গত ৩০ মে বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সেমিনার হয়। যার আলোচ্য বিষয় ছিল ‘আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজি নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা’। 

এ সময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক সুফিবাদি সাহিত্যে কবি আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রতির বার্তা দিয়ে গেছেন, তা অহিংস শান্তিময় বিশ্বগড়তে বিশাল অবদান রাখবে। ইকবাল পাকিস্তানের জাতীয় কবি। এরপরও ‘সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা’সহ ভারতের অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান কবিতা তারই লেখা। তেমনিভাবে কাজী নজরুল ইসলাম যেমনি হামদ নাত লিখেছেন, তেমনি শ্যামা সঙ্গীত লিখে অহিংস সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। 

সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি প্রমুখ। এছাড়াও বিভিন্ন দেশের আমন্ত্রিত রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা প্রমুখ।

সাহিত্য, মানব সেবায় অহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, আরটিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ; মাহবুব মুকল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হক কাজি সাব্বিরসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের ড. মোহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড দেয়া হয়।

আপন দেশ/এবি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়