Apan Desh | আপন দেশ

নিরাপত্তা চান নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪

নিরাপত্তা চান নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা চান কর্মরত ২৭ সাংবাদিক। এজন্য ময়মনসিংহের ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের পক্ষে তাতে স্বাক্ষর করেন আহত মো. ফাহাদ বিন সাইদ। যার জিডি নং-৪৬০।

জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন- ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (যায়যায় দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান (আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো. শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), শাকিল বাবু (প্রতিদিনের সংবাদ), রোকন বাপ্পী (দৈনিক বাংলা), আবু ইসহাক অনিক (দৈনিক জনবাণী), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনিসহ (ভোরের কাগজ) অন্যরা।

আরও পড়ুন>> সাংবাদিক শুভ ও সুমনের ওপর হামলা, আটক ২

কবি নজরুল বিশ্ববিদ্যালের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি বলেন, শুনেছি বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক ত্রিশাল থানায় জিডি করেছে। তবে, আমাকে কেউ বিষয়টি জানায়নি। সাংবাদিকদের উপর হামলার দিনই তিন সদস্য বিশিষ্টি কমিটি করা হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন হাতে পাব। দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অবগত আছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছিল। এ সময় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের উপর হামলা চালায় লোভন মুখলেস, তানভীর তুহিনের নেতৃত্বে একটি গ্রুপ। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী বলে জানা গেছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়