Apan Desh | আপন দেশ

সাংবাদিক মোস্তাফিজ বুলবুলের বাবা নিজাম মাস্টার আর নেই

গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ৬ মার্চ ২০২৩

আপডেট: ০১:১৯, ৭ মার্চ ২০২৩

সাংবাদিক মোস্তাফিজ বুলবুলের বাবা নিজাম মাস্টার আর নেই

সংগৃহীত ছবি: নিজাম উদ্দিন আহম্মেদ 

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা সাব এডিটর কাউন্সিলের সদস্য, সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রভাতী খবরের বার্তা সম্পাদক  মোস্তাফিজ বুলবুলের বাবা নিজাম উদ্দিন আহম্মেদ মাস্টার আর নেই।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় গফরগাঁওয়ের চারিপাড়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। নিজাম উদ্দিন আহম্মেদ ওরফে নিজাম মাস্টার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

নিজাম উদ্দিন আহম্মেদ চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। 

মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

সন্ধ্যায় এই শিক্ষানুরাগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে স্থানীয় বাসিন্দা ছাড়াও তার ছাত্ররা একনজর দেখতে আসেন। খ্যাতিমান এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 

মরহুমের বড় ছেলে মোস্তাফিজ বুলবুল জানান, মঙ্গলবার বাদ জোহর তাদের চারিপাড়ার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মোস্তাফিজ বুলবুল।

আপন দেশ/এবি    

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

জনপ্রিয়