Apan Desh | আপন দেশ

রাজধানীর ফরিকাপুল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫, ১৭ মার্চ ২০২৩

রাজধানীর ফরিকাপুল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল ৭১/১ নম্বর আফরোজা ভবনের সপ্তম তলার থেকে একটি বাসা থেকে গিয়াস উদ্দিন চৌধুরী (৫৯) নামে 'স্বাধীন মত' পত্রিকার এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া গ্রামে। বাবার নাম ওসমান গনি। আফরোজা ভবনের ৭ম তলায় বাসায় তিনি একাই থাকতেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, বাসায় এক নারী তাকে খাবার দিয়ে যেতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সেই নারী খাবার দিতে গিয়ে দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন। তাই তাকে না ডেকেই খাবার রেখে চলে যান।

শুক্রবার দুপুরে তিনি আবার খাবার দিতে এসে দেখেন, একই রকমভাবে তিনি তখনও শুয়ে আছেন। তখন তাকে ডাকাডাকি করে বোঝেন তিনি মারা গেছেন। প্রতিবেশীদের ডাকাডাকির পর তারা একপর্যায়ে থানায় খবর দেন।

তিনি আরও জানান, তার স্ত্রী-সন্তান চট্টগ্রামে থাকেন। তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগাক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ