Apan Desh | আপন দেশ

আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ১৩ অক্টোবর ২০২৩

আমরা ফিলিস্তিনের পক্ষে রয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে আছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে। তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত। তবে টু স্টেট সলিউশন প্রতিষ্ঠিত না হলে সেখানে শান্তি আসবে না।

ড. মোমেন বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দিইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতেই পারে।

তিনি বলেন, আমরা সব সময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সব সময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়