Apan Desh | আপন দেশ

হেরে গেলেন যেসব আলোচিত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৪, ৮ জানুয়ারি ২০২৪

হেরে গেলেন যেসব আলোচিত প্রার্থী

ফাইল ছবি

আওয়ামী লীগ ও তাদের জোটের বিভিন্ন দলের বড় নেতা থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রীদের অনেকে এবারের সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, তৈমূর আলম খন্দকার, শামীম হক, মমতাজ বেগম, মাহিয়া মাহিসহ কয়েকজন।

রাজনীতির মাঠে নানা কারণে আলোচনায় থাকা অন্তত ১৮ হেভিওয়েট প্রার্থী এবার ধরাশায়ী হয়েছেন। 

রোববার ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, রাজশাহীর-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার কাছে হেরে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. আবদুস সোবহান গোলাপ । কিন্তু দিনশেষে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের কাছে হেরে গেছেন তিনি। পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরে গেছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। 

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিশাল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। ওই আসনে জয় পেয়েছেন নৌকা প্রতীকের নুরুল ইসলাম নাহিদ। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কাছে হেরে গেছেন নৌকার প্রার্থী অসীম কুমার উকিল। 

আরও পড়ুন <> ঢাকার আসনগুলোতে জয়ী যারা

হবিগঞ্জ-৪ আসনে এবারও নৌকা প্রতীকে ভোট করেছিলেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ছায়েদুল হক সুমনের কাছে বড় ব্যবধানে হেরে গেছেন তিনি। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন টুলুর কাছে পরাজিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। 

যশোর-৫ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক নেতা মসিউর রহমান রাঙ্গাও পরাজিত হয়েছেন। এই আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান। অপরটিতে আওয়ামী লীগের হয়ে পাঁচবারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু। 

পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর কাছে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। পিরোজপুর-৩ আসনে প্রবীণ সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজের কাছে আর মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মৃণাল কান্তি দাস স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কাছে পরাজিত হয়েছেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়