Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪

প্রধানমন্ত্রীর কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঐহিত্যবাহী তাঁতের শাড়ি। ভারত এর স্বত্ব দাবি করলে প্রতিবাদ জানায় বাংলাদেশ। পরে ভারত তাদের দাবি থেকে সরে আসে। নড়েচড়ে বসে সরকার। টাঙ্গাইল শাড়িকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়। এবার প্রধানমন্ত্রীর কাছে জিআই সনদ হস্তান্তর করা হয়েছে। 

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন তিন পণ্যের জিআই সনদ হস্তান্তর করেন। এগুলো হলো- টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা। রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীকে টাঙ্গাইলের শাড়িও তুলে দেন মন্ত্রী।

আরও পড়ুন>> টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা

এরপর সকাল ১০টায় প্রধামন্ত্রীর কার্যালয়ে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কবিতার বই ‘পিতারই প্রতিচ্ছবি’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়