Apan Desh | আপন দেশ

প্রাণিসম্পদের নতুন মহাপরিচালক রেয়াজুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রাণিসম্পদের নতুন মহাপরিচালক রেয়াজুল হক

ফাইল ছবি

আলোচনা-সমালোচনা ছাপিয়ে ডা. মো. রেয়াজুল হকই নিযুক্ত হলেন প্রাণি সম্পদ অধিদফতরের মহাপরিচালক হিসেবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

এর আগে ডিপিসির ও সর্বশেষ সুপ্রিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে তিনি সুপারিশপ্রাপ্ত হন। ওই অধিদফতরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মহাপরিচালকের দায়িত্ব থাকা ডা. এমদাদুল হক তালুকদার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

ব্যক্তি জীবনে রেয়াজুল হক একজন প্রগতিশীল মানুষ। ১৯৯৩ সালে বিসিএস পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়