Apan Desh | আপন দেশ

মা-মেয়ের দেহ মর্গে, খোঁজ মেলেনি স্বজনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ১ মার্চ ২০২৪

মা-মেয়ের দেহ মর্গে, খোঁজ মেলেনি স্বজনের

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেলের মর্গে মেঝেতে শুইয়ে রাখে মা ও শিশু মেয়ের (৩) মরদেহ। শিশুটির মাথার মাঝখানে বাঁধা ঝুঁটিটি তখনো অক্ষত। পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। শিশুটির হাতে, মুখে ও জামাকাপড়ে ছাই লেগে আছে। পায়ে জুতা নেই, দুই পায়ে দুটো মোজা। বাঁ পায়ের মোজাটি অর্ধেক খোলা। পাশেই শুয়ে রাখা হয়েছে তার মায়ের মরদেহ।

লাল জামা ও হলুদ সালোয়ার কামিজে তখন দেখতে বেশ সতেজ মনে হলেও তিনি মারা গেছেন। দেখে বোঝা যায় মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বা বেড়াতে বের হয়েছিলেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে আজ মা-সন্তান দুজনেই মারা গেলেন।

মা-মেয়ের মরদেহ শনাক্ত করতে কোনো স্বজন আসেননি। ফলে পরিচয়ও জানা সম্ভব হয়নি। জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএমএ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিতে বলেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জে র‍্যাব হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার সৌদি আরব পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী, দুইজনের মৃত্যু সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা আজ শুরু দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস রাঙামাটিতে ইউপিডিএফের অর্ধদিবস অবরোধ চলছে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু, জরুরি বৈঠক ডেকেছে ইরানের মন্ত্রিসভা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু