Apan Desh | আপন দেশ

রাজধানীর সড়কে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু, বিক্ষোভ-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ১৪ মার্চ ২০২৪

আপডেট: ১০:৫৮, ১৪ মার্চ ২০২৪

রাজধানীর সড়কে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু, বিক্ষোভ-অবরোধ

ছবি : সংগৃহীত

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন অফিসগামীরা।

আরও পড়ুন <> চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন বলেন, সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের বিক্ষোভের কারণে ঢাকামুখী মানুষ বিড়ম্বনায় পড়েন। অনেকে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ও মাথায় নিয়েই গন্তব্যস্থলে যান। এ ছাড়া অফিসগামী মানুষও পড়েন বিপাকে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়