Apan Desh | আপন দেশ

সৌদিতে পৌঁছাল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ৯ মে ২০২৪

সৌদিতে পৌঁছাল বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট 

ছবি: সংগৃহীত

সৌদি আরবে পৌঁছাল বাংলাদেশর প্রথম হজ ফ্লাইট (BG-3301)।  বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। চলতি বছরের ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে রওনা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় অন্যদের মধ্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বিমানবন্দরে দেশটির পক্ষ থেকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল-খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের (JEDCO) সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদফতরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়